Complete Guide: How to start a blog and earn money in 100 days. Let's Start!

অনলাইনে ইনকাম করার উপায়, ২০টি অনলাইন ব্যবসা আইডিয়া

Md Arif Hasan
অনলাইনে ইনকাম করার উপায় এবং ২০টি অনলাইন ব্যবসা আইডিয়া এই পোষ্টে তুলে ধরা হয়েছে। যাতে করে আপনারা ভাল একটা আইডিয়া নিতে পারেন অনলাইন আয় করার।

জীবন চলার জন্য আমাদের নিজের পায়ে দাড়ানোর জন্য কাজ দরকার পরে এবং অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হওয়ার জন্যও আমাদের অর্থ আসার একটি পন্থা দরকার হয়, হওক সেটা চাকুরী বা ব্যবসা। তবে সেক্ষেত্রে ব্যবসার মত পন্থাটা যদি হয় জীবনের লক্ষ্য তাহলে তো কথাই নেই। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মত অনলাইনের কিছু ইনকাম করার রাস্তা বা অনলাইনে অল্প পুজিতে ব্যবসা করার উপায় সম্পর্কেই আজ আলোচনা করব।

আজকের ভিডিওটি একটু বড় হবে যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে অনলাইনে ইনকাম করার ২০টি সুন্দর আইডিয়া পাবেন যা হয়তো আপনার মনে ধরিয়ে দিতে পারে।

১. অনলাইনে লেখালেখি করে ইনকাম
এখন অনলাইনেও আপনি যে কোন ধরনের লেখা লিখে ইনকাম করার উপায় রয়েছে। অনেকেই নিয়োগ দিয়ে থাকে আপনি তাদের হয়ে তাদের ওয়েবসাইটে লিখে দিবেন। আপনি এখানে ব্যবসায়ের মত করে নিজ স্বাধীনভাবেও লিখতে পারেন আপনাকে লেখা প্রতি হিসেবে টাকা দিবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোন বিষয় নিয়ে লিখারমত অভিজ্ঞতা থাকতে হবে।

২. অনলাইনে পাঠদান করে ইনকাম
বর্তমানে নেট জগত চলায় অনলাইনে শিক্ষাদান কর্মসূচীও ভাল একটা অবস্থানে চলছে। যেকোন বিষয় নিয়ে শিক্ষাদান করে অনেকেই আজ অনেক উচ্চ অবস্থানে চলে গেছে সে ক্ষেত্রে আপনার জন্য সোস্যাল মিডিয়া হতে পারে সহযোগীতার একটি পন্থা। যে যে বিষয় নিয়ে দক্ষ তা নিয়ে আলোচনা করে ভিডিও করতে পারে। এই শিক্ষাদান অনেকেই কোর্স হিসেবে করে অনলাইনে বিক্রি করছে।

৩. অনলাইনের মাধ্যমে ড্রপ শিপিং করে ইনকাম
আপনি এই ব্যবসায় নিজের একটি ওয়েবসাইট খুলে অন্যের পন্য এনে বিক্রি করতে পারেন।এক্ষেত্রে আপনার কোন ইনভেস্ট এর প্রয়োজন পরে না।

৪. অনলাইনে পোশাক বিক্রি করে ইনকাম
অনলাইনে বর্তমানে এই ব্যবসাটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। পোশাক বিক্রি করে ইনকাম এর ক্ষেত্রে এখন প্রতিযোগীতার মধ্যে পরতে হতে পারে তবে এই ব্যবসাটি জনপ্রিয় হওয়াতে এখানে সফল হওয়ার সম্ভবনাও বেশি। আপনি যদি কাপড়ের আকর্ষনিয় ডিজাইন, গুনগত মানসম্পন্ন ও সঠিক মূল্য এবং সময়মত ডেলিভারী দিতে পারেন তাহলে সফল হওয়ার সম্ভবনা বেশি।

৫. অনলাইনে পাইকারী পন্য বিক্রি করে ইনকাম
যেহেতু এখনকার জামানা অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেক্ষেত্রে সব কিছুই এখন অনলাইনেই চলে আসছে। আগে যেখানে পাইকারী মার্কেটে গিয়ে পন্য কিনতে হত সেখানে আজ অনলাইনের মাধ্যমেও পাইকারী পন্য বিক্রি করার উপায় রয়েছে। আপনিও চাইলে যেকোন পন্য পাইকারী বিক্রি করতে পারেন বিভিন্ন সোসাল মিডিয়ার মাধ্যমে অথবা কোন ওয়েবসাইটের মাধ্যমে।

৬. ডাটা এন্ট্রি করে ইনলাইনে ইনকাম
ডাটা এন্টি করেও অনলাইনে ইনকাম করা যায়। বর্তমানে ফ্রিলায়েন্সীং ওয়েবসাইট গুলোতেও ডাটা এন্টির কাজ পাওয়া যায় এবং পাশাপাশি লোকাল ভাবেও এ কাজটি পাওয়া যায়। অনেকেই অনলাইনেই বিভিন্ন গ্রুপে বা পেইজের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমেও ডাটা এন্ট্রির কাজ করার মত নিয়োগ দিয়ে থাকে। এটাও একটা স্বাধীন অনলাইন ব্যবসার মতই হয়ে থাকে আপনি চাইলে নিজ বাসায় বসে তাদের কাজ করে দিতে পারেন কাজ এর ইনপুট হিসেবে টাকা পেমেন্ট করবে।

৭. ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম
অনেক জনপ্রিয় অনলাইন ইনকাম এর জায়গা হল ইউটিউব। এই ইউটিউভ করে আজকের দিনে অনেকেই স্বাবলম্বী হয়ে গেছে। আপনি চাইলে ইউটিউবে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ভিডিও আকারে।

৮. ব্লগিং করে ইনকাম
অনলাইনে ব্লগিং করেও ভাল ইনকাম করা যায়। আপনি যদি লিখতে ভালবাসেন তাহলে আপনার জন্য ব্লগিং করাটা সহজ হয়ে যাবে। ভালভাবে সঠিক পন্থায় লিখতে পারলে একটি নাম দিয়ে ওয়েবসাইট খুলে আপনি লিখতে পারেন, এই ব্লগিং করেও ভাল ইনকাম করা যায়।

৯. ওয়েব ডিজাইন ও ডেভোলাপ করে ইনকাম
আমরা অনলাইনে যা কিছুই দেখি না কেন সেটাই একটা ওয়েবসাইটের মাধ্যমেই দেখে থাকি। তাই ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অনেক বেশি। এখানে নতুন নতুন আইডিয়া আর কাজেরও চাহিদা রয়েছে। আপনি চাইলে ওয়েব ডিজাইন ও ডেভোলাপ শিখে তার মাধ্যমে অনেক ভাল ইনকাম করতে পারেন।

১০. ওয়েবসাইট থিম বিক্রি করে ইনকাম
ওয়েবসাইট থিম বিক্রি করে ইনকাম করতে পারেন। আপনি নিজে ওয়েবসাইট তৈরি করতে পারলে থিম বিক্রি করে ইনকাম করতে পারেন। আজকাল অনেকেই ওয়েবসাইট ডিভোলাপ না জেনেও ওয়েবসাইট নিয়ে ব্যবসা করে যাচ্ছে। আপনি চাইলে ওয়েবসাইট ডিজাইনার ও ডেভোলার দিয়ে কাজ করিয়ে মার্কেট প্লেসে বা লোকালে থিম বিক্রিও করতে পারেন।

১১. সফটওয়্যার বানিয়ে ইনকাম
সফটওয়্যার তৈরি নিরিক্ষন উন্নয়ন করেও ইনকাম করতে পারেন। আজকাল এই পেশায় প্রচুর চাহিদা রয়েছে। সফটওয়্যার ডেভোলাপ পারলে এতে সফলতা অনেকটাই বেশি। অনলাইনে বা লোকালি ভাবে সফটওয়্যার তৈরি করে বিক্রি করা যায়।

১২. ভিডিও ইডিটিং করে ইনকাম
আপনি যদি ভাল ভিডিও ইডিটিং করতে পারেন তাহলে এ পেশায়ও ভাল চাহিদা রয়েছে। আজকাল ব্যবসায়ীরা তাদের পন্য বা প্রচারকে ভিডিও তৈরি করে বিজ্ঞাপন দিয়ে থাকে। আপনি সোসাল মিডিয়াতে গেলে দেখবেন অনেক বিজ্ঞাপন এখন ভিডিও আকারে দিয়ে থাকে যেগুলো আগে পোস্টার আকারে দেওয়া হত। তাছাড়া বিভিন্ন মার্কেট প্লেসে ভিডিও ইডিটিং এর কাজ রয়েছে প্রচুর।

১৩. ফটোশপের কাজ করে ইনকাম
ফটোশপের কাজেরও অনেক চাহিদা রয়েছে। আপনি ফটোশপের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করে বা লগো জাতিও ডিজাইন করে মার্কেট প্লেসে বিক্রি করতে পারেন।

১৪. ডোমেইন হোস্টিং বিক্রি করে ইনকাম
এখন অনলাইনের ইউজার যেমন বাড়ছে তেমনি বাড়ছে ওয়েবসাইটও আর এই ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং এর প্রয়োজন পরছে। আপনি চাইলে ডোমেইন হোস্টিং স্বল্প পুজিতে ব্যবসা করতে পারেন।

১৫. অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম
আপনি যদি ছবি তুলতে পছন্দ করে থাকেন এবং ভাল মানের ছবি তুলতে পারেন তাহলে অনলাইনে অনেক প্লাটফর্ম আছে যেখানে ছবি বিক্রি করা যায়। আপনি চাইলে ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন।

১৬. সোস্যাল মিডিয়ায় মার্কেটিং করে ইনকাম
বর্তমান সময়ে পন্য বিক্রিতে বিভিন্ন কোম্পানী গুলো সোস্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। তার জন্য এই মিডিয়াতে আপনি মার্কেটিং করে দিয়ে ইনকাম করতে পারেন।

১৭. এসইও করে ইনকাম (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
আপনি যদি এসইও করতে দক্ষ হয়ে থাকেন তাহলে এই পেশায়ও অনেক কাজ রয়েছে। যাদের ওয়েবসাইট রয়েছে তারা সবাই চাই গুগল সার্চের প্রথম ১০ সারিতে তাদের পেইজটি আসুক। তার জন্য ওয়েবসাইট এসইওর দরকার পরে। আপনি যদি এই এসইও উপরে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে এ পেশায়ও চাহিদা রয়েছে প্রচুর।

১৮. এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
এফিলিয়েট মার্কেটিং হল কারো কোন পন্য আপনি নিজে মার্কেটিং করে বিক্রি করতে সহায়তা করে দিলেন, যেমন- কোন একটা লিংক দিল আপনি সেটা শেয়ার করে মানুষকে এই লিংকের মাধ্যমে পন্যটি কেনার অদ্ভুদ্দ করলেন এটাই এফিলিয়েট।বাংলাদেশও এখন অনেক প্লাটফর্ম আছে যারা এফিলিয়েট এর সুবিধা দিয়ে থাকে আপনি চাইলে তাদের ব্যবসা করার সহযোগী করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তবে বাহিরের দেশে এটার চাহিদা অনেক বেশি।

১৯. ভয়েজ কভার আর্টিস হিসেবে ইনকাম
ভয়েজ কভার আর্টিস হল যেকোন কিছু পড়ে দেওয়া। আপনার যদি কণ্ঠস্বর ভাল হয়ে থাকে তাহলে আপনিও চাইলে ভয়েজ কভার আর্টিস হতে পারেন। এই পেশারও দিন দিন চাহিদা বাড়ছে। সিনেমা নাটক বিজ্ঞাপন এর পাশাপাশি এখন অনেক জায়গা তৈরি হয়েছে এই কণ্ঠস্বর দেওয়ায়।

২০. ভার্চুয়াল সহকারী হিসেবে ইনকাম
ভার্চুয়াল সহকারী হল আপনি বাসায় বসেও যেকোন অফিসের হয়ে তাদের কাজ করে দেওয়া যেমন-ক্লায়েন্ট এর সাথে কথা বলা, অফিসের হয়ে টিকেট কেটে দেওয়া, ফোন রিসিভ করা এধরনের কাজকে বুঝায়। আপনি চাইলে এধরনের কাজও বেছে নিতে পারেন।

ইনকাম করার যতগুলো পন্থা বলা হলো তারমধ্যে থেকে যেইটা আপনার সাথে যায় বা আপনি যেটা পারবেন সেই পয়েন্টটা নিয়ে গুগল করেন মানে গুগলে সার্চ দেন তাহলে এই রিলেটেড আরো তথ্য পেয়ে যাবেন তাহলেই আপনি আরো ভালভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি ডাটা এন্ট্রি করতে চান তাহলে গুগলে সার্চ দেন ডাটা এন্ট্রি কিভাবে করব কি কি ভাবে ডাটা এন্ট্রি করা যায় বা এভাবে সার্চ দিলে আপনি এই বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবেন কমছেকম এই বিষয় নিয়ে একদিন ঘাটাঘাটি করেন দেখবেন অনেক তথ্যই পেয়ে যাবেন। তো এভাবে করে যে বিষয়টি নিয়ে কাজ করতে চান এই বিষয় নিয়ে সার্চ দেন ভালভাবে জানার চেষ্টা করুন।

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.